বি.এ.এফ শাহীন ব্লাড ব্যাংকের ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন
৪ঠা মে বি.এ.এফ শাহীন ব্লাড ব্যাংকের ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন করেছেন উক্ত শাহীন কলেজের ছাত্র-ছাত্রীগণ।
- এটা এক অন্য রকম আয়োজন।
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত BAF Shaheen College এর তরুন ছাত্র/ছাত্রীদের উদ্যোগে অসহায় মানুষের পাশে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয় আজ।
শিক্ষার্থীরা বলেছে, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে সর্বদা পাশে থাকবো।
মূলত আমরা,
BAF Shaheen Blood Bank দ্বারা আমাদের ভাই-বোনদের রক্তদানে আগ্রহী করে তুলতেছি এবং ইতিমধ্যে প্রচুর ভাই-বোন আমাদের রক্তদান করে যাচ্ছে।
বাংলাদেশে মোট ৭টি বিমান বাহিনী কর্তৃক BAF Shaheen College রয়েছে, প্রত্যেকটা কলেজের ভাই-বোনদের সাথে নিয়ে জয় করবে মানবতা এমনটাই আশা রেখে পথ চলছি আমরা।
বর্তমানে শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগে শাহীন কলেজের শিক্ষকবৃন্দ খুবই আনন্দিত এবং গর্বিত বলছে শিক্ষকবৃন্দ।
শিক্ষকবৃন্দ আরো বলেন, শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা থাকবে, এমন মানবিক কাজে আমরা ও শরিক হবো এবং শিক্ষার্থীদের উৎসাহিত করবো।
No comments
📝 For any problem comment here