Recent Added

এন্ড্রয়েড ও সকল সিমের গোপন তথ্য জেনে নিন এক‌টি অ্যা‌পের মাধ্য‌মে।



আসসালামুআলাইকুম।
‌কেমন আ‌ছেন সবাই? আশা ক‌রি সবাই ভা‌লোই আ‌ছেন। 

আজ অ‌নেক দিন পর আব‌ার ও এক চমৎকার অ্যাপ নি‌য়ে হা‌জির হলাম আপনা‌দের মা‌ঝে। আজ‌কের এই অ্যাপ দ্বারা আপনারা সকল মোবাইল ফোন সম্প‌র্কে বিস্তা‌রিত জান‌তে পার‌বেন। আ‌রো জান‌তে পার‌বেন বাংলা‌দে‌শের সকল সিমের প্র‌য়োজনীয় কোড সমূহ।এবং সা‌থে সা‌থে আ‌রো জান‌তে পার‌বেন এন্ড্র‌য়েড় মোবাই‌লে সকল প্র‌য়োজনীয় টিপস। চলুন আমরা আর কথা বা‌ড়ি‌য়ে চ‌লে যাই সুজা ঐ গুরুত্বপূর্ণ অ্যাপস এর ম‌ধ্যে।

সর্বপ্রথম আপ‌নি Emergency Mobail Code অ্যাপস‌টি ডাউন‌লোড ক‌রে ই‌নেস্ট্রল ক‌রে নি‌বেন।
ই‌নেস্ট্রল করার পর দেখ‌বেন ।

এইরকম একটা পেইজ আস‌বে। উক্ত পেই‌জে দেখ‌তে পা‌চ্ছেন সিম অ‌পার‌েটর কোড, মোবাইল ফোন কোড, টিপস, কিছু কথা। সর্বপ্রথম আমরা সিম অপা‌রেটর কোডে প্র‌বেশ কর‌বো। প্র‌বেশ করার পর এই রকম একটা পেইজ আস‌বে।

উক্ত পেই‌জে বাংলাদে‌শের সকল সি‌ম সমূ‌হের প্র‌য়োজনীয় সকল কোড র‌য়ে‌ছে। সং‌ক্ষে‌পে আমরা র‌বি তে ক্লিক ক‌রি। ক্লিক করার পর এই রকম পেইজ আস‌বে।

তার পর তিনটা মেনু থে‌কে আমরা Self Care Menu তে ক্লিক ক‌রি।‌ কিল্ক করার পর ঠিক এই  রকম একটা পেইজ আবার আস‌বে।

এইবার দে‌খে নিন আপনার রবি সি‌মের সকল কোড সমূহ। ঠিক এই রুপ ভা‌বে সকল সি‌মের কোড সমূহ আ‌ছে। এই বার আমরা মূল পেই‌জে ফি‌রে আ‌সি। মূল পেই‌জে র‌য়ে‌ছে মোবাইল ফোন কোড। আমরা মোবাইল ফোন কো‌ডে ক্লিক কর‌লে এমন একটা পেইজ আস‌বে।



এই পেই‌জে সকল মোবাইল ফো‌নের প্র‌য়োজনী কোড র‌য়ে‌ছে। উদাহরণ হি‌সে‌বে আমরা Samsung Secret Codes এর ম‌ধ্যে ক্লিক ক‌রে প্র‌বেশ ক‌রি। 

‌দেখা যা‌চ্ছে Samsung মোবাই‌লের সকল প্র‌য়োজনীয় কোড দেখা যা‌চ্ছে।

তার পর আবার মূল পেই‌জে আসুন এবং টিপস এর ম‌ধ্যে ক্লিক ক‌রে পেই‌জে প্র‌বেশ করুন।



 পেই‌জ প্র‌বেশ করার পর আপনার সকল নকল মোবাইল চিনার টিপস পে‌য়ে যা‌বেন।

বন্ধুরা আমা‌দের টিপস য‌দি ভা‌লো লা‌গে লাইক এবং ক‌মেন্ট ক‌রে সা‌থে থাকুন।

No comments

📝 For any problem comment here