Recent Added

চট্টগ্রামের সীতাকুন্ডে ২ জন যুবকের মৃত‌্যু


সীতাকুণ্ড পৌরসদরের ভুঁইয়া পাড়ায় করোনা বিষয়ক তর্কে২জন নিহত হয়েছে।সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে
পৌরসভার ৫নং ওয়ার্ড ভুঁইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। একজন রাত ২টার দিকে, অপরজন সকাল সাড়ে ৭টার দিকে মারা যায় চমেক হাসপাতালে। কাউন্সিলর জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়েেছ । নিহত একজনের বাড়ি আমিরাবাদ, অপরজন বাড়ি ভুঁইয়া পাড়া ।
নিহত- শাহীন(২৫) ৫নং ওয়ার্ড ভুঁইয়া পাড়া। অপরজন তারই বন্ধু জাহিদ(২৫) ৭নং ওয়ার্ড আমিরাবাদ বলে জানান কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধ খুন হয়েছেন।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার সময় রেল লাইনে বসে দুই বন্ধ সিগারেট খাচ্ছিল। এ সময় জাহিদ ও শাহিন করোনাভাইরাসের কারণে দূরত্ব বজায় রেখে সিগারেট খাওয়ার জন্য বললে তারা একজন আরেকজনের ওপর উত্তেজিত হয়ে যান। এ সময় দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া হয়।
একপর্যায়ে দুই বন্ধু তাদের গ্রুপসহ ধারালো অস্ত্র নিয়ে এসে একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১১টার সময জাহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জাহিদের বন্ধু শাহিন আজ সকাল আটটার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উভয়ের বাড়ি সীতাকুণ্ড পৌরসদর এলাকায়।
মোহাম্মদ জাহিদ পূব আমিরাবাদ গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। অপর বন্ধু শাহিন ভুইয়া পাড়া গ্রামের মোহাম্মদ সুজনের ছেলে বলে জানা। পুলিশ কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই বন্ধুর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ২ জন খুন হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখনও থানায় কোনও পক্ষ মামলা করেনি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

No comments

📝 For any problem comment here