এই শীতে ঘুরে আসুন মুক্তাছড়া ও বিলাসি ঝর্না থেকে
চট্টগ্রামের, সীতাকুণ্ড থানায় বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত সম্পর্কে হয়তো অনেকেই জানেন, কিন্তু বাঁশাবাড়িয়ায় যে ঝর্ণাও আছে তা অনেকের-ই অজানা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়ায় আসলে একসাথে সমুদ্র, পাহাড় এবং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন নির্বিঘ্নে। তবে বিশেষভাবে অনুরোধ থাকবে ভাটার সময় সমুদ্রের পানিতে না নামার জন্য।
যায় হোক অনেকের মনে প্রশ্ন জেগেছে মুক্তাছড়া ঝর্ণায় কিভাবে যাবেন?
চট্টগ্রাম শহরের অংলকার থেকে বাস/লেগুনা করে জন প্রতি ৩০ টাকা ভাড়া নিবে বাঁশবাড়িয়া বাজার আসতে হবে। বাঁশবাড়িয়া বাজারে নেমে পূর্বদিকে ২০-৩০ মিনিট হাটলে পৌঁছে যাবেন #মুক্তাছড়া ঝর্ণায়। প্রথমে ৪-৫ মিনিট হেঁটে রেললাইন পাড় হয়ে সোজা হাটার পর হাতের বাম পাশের রাস্তা ধরে এগুতো হবে।
অল্প একটু হাটার পর ছড়ার পাড় ধরে হাটলেই দেখা মিলবে সবজি, পেয়ারা, লেবু বাগান সেই সাথে অনেকগুলো কুম এবং উঁচুনিচু পাথরের বুকে ভেসে আসা ঝর্ণার স্রোত। ঝর্ণার নিচে প্রচুর গভীরতা তাই সাঁতার না জানলে পানিতে নামবেন না।
প্রথম ঝর্ণা দিয়ে কেউ উপরে উঠার চেষ্টা করবেনা কারণ উঠার মত সেই অবস্থা নেই। হাতের ডানে ১টি উঁচু রাস্তা পাবেন। প্রায় ১০০-১৫০ ফুট উপরের দিকে উঠলেই দ্বিতীয় ঝর্ণা বিলাসী এবং পাথরে গায়ে আঁচড়ে পরা সৌন্দর্য্যে ভরপুর ঝর্ণার নিরব স্রোতের দেখা মিলবে।
স্থানীয় ভাইয়েরা বলেন যদি এখানে পর্যটকের সমাগম বাড়ে তাহলে জায়গাটাকে উনারা নিজ উদ্যোগে হলেও পর্যটনীয় গড়ে তুলবেন। যাতে করে পর্যটকদের সুবিধে হয়।
সুযোগ করে সমুদ্র, পাহাড়,এবং ঝর্ণায় ঘুরে আসতে পারবেন একদিনেই।
লাইক ও কমেন্ট করে সাথে থাকুন।
awesome topic
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete