নিজের পছন্দ মতো শব্দ দিয়ে লিংক শর্ট করুন এবং লিংকের QR Code তৈরী করে নিন একদম ফ্রীতে
আসসালামু আলাইকুম বন্ধুরা !!
আশা করি ভালো আছেন......
আজ আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের পছন্দ মতো শব্দ ব্যবহার করে বড় লিংককে ছোট করবেন অর্থাৎ লিংক শর্ট করবেন নিজের ইচ্ছে মতো শব্দ ব্যবহার করে।
এর আগে হয়তো আপনি google এর লিংক শর্টনার সার্ভিস goo.gl বা bitly.com ব্যবহার করে লিংক শর্ট করেছেন । কিন্তু এসব সাইট থেকে লিংক শর্ট করলে আপনি হয়তো এমন লিংক পান http://goo.gl/hdu5yg বা http://bit.ly/hdu5yg এমন ।
নিজের পছন্দ মতো শব্দ দিয়ে যে কোন লিংক শর্ট করুন এবং লিংকের QR Code তৈরী করে নিন
কিন্তু লিংক গুলো যদি http://goo.gl/hdu5yg এমন বা http://bit.ly/hdu5yg এমন না হয়ে যদি http://goo.gl/ittasnim বা http://bit.ly/amarweb এমন হতো তবে কেমন হতো বন্ধুরা ?? নিশ্চয়ই দারুন হতো এবং লিংকগুলো মনে রাখতে সুবিধা হতো ।
নিচের স্ক্রিনশটে দেখুন জিপি কোম্পানি তাদের এসএমএসে কেমন শর্ট লিংক ব্যবহার করে
📷
তো চলুন আমাদের কাজ শুরু করি......
প্রথমে এই লিংকে যান । যদি সঠিক ভাবে লিংকে যান তবে পেজের বাম পাশে এমন দৃশ্য দেখতে পাবেন
📷
◾
নিজের পছন্দ মতো শব্দ দিয়ে যে কোন লিংক শর্ট করুন এবং লিংকের QR Code তৈরী করে নিন
◾এবার ডানে পাশে ২ টি বক্স দেখতে পাবেন নিচের মতো ।
১ম বক্সে আপনি যে লিংকটি ছোট করবেন সেই লিংক অর্থাৎ মেইন লিংকটি লিখুন ।
এবার ২য় বক্সে আপনি লিংকটি যে শব্দ দিয়ে বানাতে চান তা লিখুন । যেমনঃ আমি লিখলাম ittasnim । তাহলে লিংক শর্ট করার পর হবে http://bit.do/ittasnim
📷
এবার shorten এ ক্লিক করুন
📷
◾
নিজের পছন্দ মতো শব্দ দিয়ে যে কোন লিংক শর্ট করুন এবং লিংকের QR Code তৈরী করে নিন
◾এবার দেখুন ৩ টা জিনিস আসছে । ১ম টা আপনার শর্ট করা লিংক ; যেটা আমাদের মেইন টার্গেট ছিল । ২য় লিংকটাতে গেলে আপনার এই শর্ট করা লিংকে কত জন ঢুকছে তার হিস্টরি দেখাবে । আর ৩য় নং এ থাকা QR কোডটি হলো আপনার সাইটের লিংক বেজ করে তৈরী QR কোড । মানে এই QR কোডটি স্ক্যান করলে আপনার সাইটের লিংক দেখাবে এবং এই লিংক দিয়ে আপনি প্রথমে যে লিংকটি শর্ট করার জন্য দিয়েছিলেন সেই লিংকে যেতে পারবেন
📷
◾
নিজের পছন্দ মতো শব্দ দিয়ে যে কোন লিংক শর্ট করুন এবং লিংকের QR Code তৈরী করে নিন
◾✏
✏✏✏নিত্য নতুন টিপস ও ট্রিকস পেতে প্রতিদিন কমপক্ষে একবার ভিজিট করুন ITTasnim.Com
পোস্টটি পরবর্তীতে আবারো দরকার হতে পারে আপনার । তাই নিচ থেকে শেয়ার বাটনে ক্লিক করতে ভুলবেননা । অন্যথায় মূল্যবান এ বিষয়টি হারিয়ে ফেলতে পারেন .... :: ধন্যবাদ :: ....
No comments
📝 For any problem comment here