Recent Added

wapkiz সাইট google এ এ্যাড করুন মাত্র ৫ মিনিটে


আসসালামু আলাইকুম বন্ধুরা

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন

আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়াপকিজ ওয়াপমাস্টার ভাইদের জন্য একটি সমস্যার সমাধান । আর সেটি হলো কিভাবে গুগল ওয়েবমাস্টার টুল ব্যবহার করে ওয়াপকিজ সাইট গুগল সার্চ ইন্জিনে এ্যাড করবেন ।

আমার বিশ্বাস আজকে আমি যে ট্রিকসের মাধ্যমে ওয়াপকিজ সাইট গুগলে এ্যাড করব তা আগে কেও দেখায়নি

আর কথা বাড়াবোনা । সরাসরি কাজে নেমে পড়বো ।


কাজের শুরুতে আপনাকে এই লিংকে↗ যেতে হবে ।
এবার দেখুন নিচের স্ক্রিনশটের মতো একটি পেজ এসেছে । এই পেজের add property now এ ক্লিক করুন ।
📱
wapkiz site seo

এখন আপনার ব্রাউজারে যদি জিমেইল লগইন করা থাকে তাহলে অটোমেটিক পরবর্তী পেজে নিয়ে যাবে আর জিমেইল লগইন করা না থাকলে জিমেইল লগইন করতে বলবে । জিমেইল লগইন করতে বললে আপনার জিমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন ।
এবার তাহলে এমন একটি পেজ আসবে এবং Add Property নামে একটি অপশন দেখতে পাবেন । ওটাতে ক্লিক করুন ।
📱
wapkiz seo

এবার একটি ড্রপডাউন মেনু আসবে এবং আপনার সাইটের url link দিতে বলবে ।
আমি এটি দিলাম http://tvstar24.wapkiz.com । আমি যেভাবে লিংক লিখেছি ঠিক সেভাবে আপনারাও লিখুন । নাহলে লিংক ইরর দেখাবে । এবার continue এ ক্লিক করুন ।
📱
wapkiz seo

এবার নতুন পেজে দেখুন নিচের স্ক্রিনশটের মতো একটি পেজ এসেছে ।
📱
how to add wapkiz site to google

এই পেজের মার্ক করা অংশের ভিতর blue কালারে লিখা Download this HTML verification file এ ক্লিক করলে একটি ফাইল ডাউনলোড হবে । ওটা ডাউনলোড করে নিন ।

এবার আপনার ব্রাউজারে নতুন একটি Tab ওপেন করুন । এই নতুন ট্যাবে আপনার ওয়াপকিজ সাইট লগইন করুন এবং সাইটের pannel mode এ গিয়ে নিচের স্ক্রিনশটর মতো Google Webmaster Tool Verify By File (new) এ ক্লিক করুন ।
📱
ittasnim

এবার upload new google verify file এ ক্লিক করুন
📱
ittasnim

এবার আমরা যে ফাইলটি ওয়েবমাস্টার টুল থেকে ডাউনলোড করেছিলাম সেটি এখানে সিলেক্ট করে আপলোড দিয়ে দেই ।
📱
ittasnim

আপলোড হয়ে গেলে এবার আগের Tab এর ওয়েবমাস্টর টুলে ফিরে গিয়ে captcha টা সাবমিট করে verify এ ক্লিক করুন ।
📱
ittasnim

Congratulation৷ !! আপনি আমার কথা মতো কাজ করলে সফল ভাবে আপনার সাইটটা গুগল সার্চ ইন্জিনে এ্যাড করতে সক্ষম হয়েছেন । সব কিছু ঠিকঠাক থাকলে ১২ ঘন্টার ভিতরে আপনার ওয়াপকিজ সাইট গুগল সার্চে পেয়ে যাবেন ।

1 comment:

📝 For any problem comment here