wapkiz এ তৈরী করুন লাইভ টিভি দেখার সাইট : পর্ব-০৪
আসসালামু আলাইকুম , বন্ধুরা ❗❗
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন......
তো চলুন শুরু করা যাক "wapkiz এ তৈরী করুন লাইভ টিভি দেখার সাইট : পর্ব-০৪"
➡ পর্ব ১ দেখুন এখানে
➡পর্ব ২ দেখুন এখানে
➡ পর্ব ৩ দেখুন এখানে
আজ আমি সাইটের হেডার ফুটার এবং সাথে হোম পেজের ডিজাইন করা দেখাবো
চলুন কাজে নেমে পড়ি....
প্রথমে আপনার wapkiz এ্যাকাউন্টে লগইন করে panel mode এ যান । তারপর নিচের মতো করে manage page এ যান
তারপর -1 মানে হেডার সিলেক্ট করুন
📷
এখন নিচের কোডটি কপি করে স্ক্রিনশটের মতো করে বসিয়ে দিন
বিঃদ্রঃ কোডের মাঝে ITtasnim TV এর জায়গায় আপনার সাইটের নাম লিখুন
✏ Code Copy From Here
📷
এবার আগে যেভাবে - 1 সিলেক্ট করেছিলেন ঠিক একই ভাবে Panel > Manage Page > Select ( -2 )
ফুটার অর্থাৎ -২ তে না নিচের কোডটা স্ক্রিনশটের মতো করে বসান
✏ Code Copy From Here
📷
খানেও কোডের মাঝে ITTasnim TV এর জায়গায় আপনার সাইটের নাম দিবেন
📷
wapkiz এ তৈরী করুন লাইভ টিভি দেখার সাইট : পর্ব-০৪
হেডার এবং ফুটারের কাজ করা শেষ । এবার আপনাদের সাইটের হোম পেজের কাজ করতে হবে।
এজনয় প্রথমে আপনার সাইটের পেজ ম্যানেজার থেকে 0 বা home page সিলেক্ট করুন
এবার নিচ থেকে কোডটি কপি করে কোডটি html/tag code এ বসিয়ে দিন নিচের মতো করে। ব্যাস হয়ে গেলো সাইটের হোম পেজের ডিজাইন ।
✏
>> Code Copy From Here
📷
----
----
wapkiz এ তৈরী করুন লাইভ টিভি দেখার সাইট : পর্ব-০৪
---
---
বন্ধুরা আপনারা যদি আমার কথা মতো কাজ করেন তাহলে অবশ্যই আপনারা সাইেটের ডিজাইন করতে পেরেছেন
----
আজ আর নয় । আগামী পর্বে সর্বশেষ কাজ করব আমরা । ওই পর্বে সাইটের টাইটেল চেন্জ ও ডোমেইন পার্কের কাজ দেখাবো ।
〰〰〰〰
〰〰〰〰
অনেক কষ্ট করে পোস্ট লিখার পর সেটা যদি কেও কপি করেন তাহলে খুব কষ্ট লাগে । তাই আপনাদেরকে বলছি কেও কপি করলে অন্তত ক্রেডিট দিবেন " ITTasnim.com" । অন্যথায় আমরা আপনার সাইটের বিরুদ্ধে গুগলে কপিরাইটে রিপোর্ট করবো।
〰〰〰〰
〰〰〰〰
আপনিও যদি চান লিখতে পারেন আমাদের সাইটে ।
আমাদের সাথে যোগাযোগের উপায়ঃ
➡Our Facebook Page
➡ E-mail : ittasnim@ hotmail.com
No comments
📝 For any problem comment here